টিএমএসএস টেকনিক্যাল ইন্সটিটিউট (টিটিআই) কর্তৃক আয়োজিত মাদক ও ইভটিজিং প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা আজ বগুড়ার চাঁদপুরে টিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক যুগ্ম সচিব ও টিএমএসএসের নির্বাহী পরামর্শক নাজমুল হক সংশ্লিষ্ট আইন বিষয়ে এবং করোনাকালীন সময়ে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন নিশিন্দারা ইউনিয়ন পরিষদের সদস্য নাজমুল সরকার, নিশিন্দারা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শাহিনুর ইসলাম (টম্পি), টিএমএসএস প্রোগ্রাম-৩ এর ডোমেইন প্রধান ইকরামুল হক, টিএমএসএস টেকনিক্যাল ইন্সটিটিউটের অধ্যক্ষ জি আর এম মাসুদ রানা, টিএমএসএস টাস্কফোর্সের চেয়ারম্যান এমএম আহসান হাবীব, টিএমএসএসের উপদেষ্টা এম জামিল খান টেংকু, টিএমএসএসের পরামর্শক সিরাজুল ইসলাম, টিএমএসএসের আজীবন সদস্য মকবুল হোসেন, টিএমএসএসের যুগ্ম পরিচালক মুহাম্মদ মমিনুল ইসলাম, টিএমএসএসের এরিয়া ম্যানেজার সাজেদুল ইসলাম প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন টিটিআই এর ইন্সট্রাক্টর নূর মোহাম্মদ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কো-অরডিনেটর মহসীন আলী। সভায় টিটিআই এ গঠিত মাদক ও ইভটিজিং কমিটির সদস্যগণ, টিএমএসএস এরিনায় মাদক দ্রব্য প্রতিরোধ বিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্যগণ, টিটিআই এর শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, সুধীজন ও টিএমএসএস এর কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/আল আমীন