আস্থা, নিরাপত্তা ও প্রগতি এ ৩ মূলমন্ত্র নিয়ে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার গ্রামীণ শহর রাণীরবন্দরে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় দিনাজপুরের রাণীরবন্দরসহ দেশের ৭টি স্থানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একযোগে এ ব্যাংকের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজি) ও ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. বেনজীর আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, পিপিএম (বার), রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল আলিম মাহমুদ বিপিএম, পিপিএম (বার)।
উদ্বোধনকালে দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), চিরিরবন্দর উপজেলা ইউএনও আয়েশা সিদ্দীকা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)শচীন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. হাফিজুল ইসলাম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আহসানুল হক মুকুল, ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মনিরউদ্দিন, নশরতপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুর ইসলাম শাহ্ নুরু, রাণীরবন্দর ব্যবসায়ী সমিতিরি নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রতিষ্ঠান প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন