ফ্রান্সে মহানবী মুহাম্মদ (সা.) এর অবমাননার প্রতিবাদে দিনাজপুরের খানসামায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী খানসামা উপজেলা হাজী কল্যাণ পরিষদের আয়োজনে জেলা পরিষদ ডাকবাংলা সম্মুখ সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার হাজীসহ প্রায় দুই হাজার ধর্মপ্রাণ মুসলমান মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন খানসামা উপজেলা হাজী কল্যাণ পরিষদের সভাপতি মো. আজিজুর রহমান আইয়ুবি, সহসভাপতি নুরল ইসলাম, সাধারণ সম্পাদক রেয়াজুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সহসাংগাঠনিক আলতাব হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন