নাটোরে ট্রাফিক পুলিশ পক্ষের উদ্বোধন করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে শহরের মাদ্রাসার মোড়ে এই ট্রাফিক পক্ষের উদ্বোধন করেন পুলিশ সুপার লিটন কুমার সাহার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের, এসপি হেডকোয়াটার মীর আসাদুজ্জামান, ট্রাফিক ইনসপেক্টর বিকর্ণ কুমার চৌধুরীসহ বিভিন্ন কর্মকর্তা।
পরে এক বর্ণাঢ্য সোভাযাত্রা রের করা হয়। সোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক হয়ে সদর থানার সামনে হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে মাদ্রাসার মোড় এলাকায় বিভিন্ন যানবাহনে ট্রাফিক আইন বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। এ সময় পুলিশ সুপার লিটন কুমার সাহা দুর্ঘটনা এড়াতে এবং নিরাপদ সড়ক রাখতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান।
বিডি প্রতিদিন/আল আমীন