নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জীরতলী ইউনিয়নের দৌলতপুর গ্রামে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় ৫ জন আহত হয়েছেন। সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।
দৌলতপুর গ্রামের আইয়ুব আলী সর্দার বাড়ির আবদুর রহমানের সাথে কামাল হোসেনের সম্পত্তি সংক্রান্ত বিরোধ ছিলো। এ নিয়ে সন্ধ্যায় স্থানীয় বড় বাড়ির দরজায় ফিরোজের চা দোকানে ইউপি সদস্য আহসান উল্যাহ বাবুলের উপস্থিতিতে শালিস বৈঠক বসে। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে কামালের লোকজন রহমানের লোকজনের উপর হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে অন্তত ৫ জনকে আহত করে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি কামরুজ্জামান সিকদার জানান, আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত করে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন