ময়মনসিংহের হালুয়াঘাটে নকল ব্যান্ডরোল ব্যবহার করে ও মজুদের অভিযোগে ২ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধারা, বাহিরশিমূল, শাকুয়াই ও নাগলা বাজারে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর আহমেদ এ দন্ডাদেশ প্রদান করেন।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভাই ভাই স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা এবং সুশান্ত স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৫ হাজার ১ শত প্যাকেট নকল ব্যান্ডরোল বিড়ির প্যাকেট জব্দ করা হয়।
একই সময়ে গণপরিবহন আইনে দুই পরিবহনকে যত্রতত্রভাবে যাত্রী তোলার অভিযোগে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকতাসহ হালুয়াঘাট থানার একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন