বগুড়ার বিশিষ্ট নাট্যশিল্পী বগুড়া জিলা স্কুলের সাবেক শিক্ষক শ্যামল রঞ্জন ভট্টাচার্য্য মরণোত্তর দেহ দান করেছেন। শিক্ষক শ্যামল রঞ্জন ভট্টাচার্য্য এর মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের এনাটমি বিভাগে নেওয়া হবে।
প্রয়াত শিক্ষক শ্যামল রঞ্জন ভট্টাচার্য্য এর পারিবারিকভাবে জানা গেছে, নাট্যশিল্পী ও শিক্ষক শ্যামল রঞ্জন ভট্টাচার্য্য মৃত্যুর আগেই নিজের মরদেহ মেডিকেল শিক্ষার্থী ও এনাটমি বিভাগের গবেষণার জন্য দান করে যান। মৃত্যুর আগে মৌখিকভাবে বলে গেলেও মৃত্যুর পর বৃহস্পতিবার দুপুর দুটায় আইনী প্রক্রিয়া শেষ করে মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ রেজাউল আলম জুয়েল এর মাধ্যমে এনাটমি বিভাগে হস্তান্তর করা হয়।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল জানান, শিক্ষক শ্যামল রঞ্জন ভট্টাচার্য্য মৃত্যুর আগেই মরণোত্তর দেহ দান করেন। পরে লিখিতভাবে মরদেহ গ্রহণ করে আপাতত হিমঘরে রাখা হয়েছে। আগামী শনিবার লাশ এনাটমি বিভাগে নেওয়া হবে। পরিবারের পক্ষে শিক্ষক শ্যামল রঞ্জন ভট্টাচার্য্য এর পুত্র অভ্র ভট্টাচার্য্য ও পরিবারের অন্যান্য সদস্যরা এফিডেভিট করে দেহ দান করে। পরিবারে স্ত্রী, দুই পুত্র ও ১ কন্যা রয়েছে। তিনি বেশি কিছু নাটক রচনা করেন। বগুড়া, ঢাকাসহ দেশের বিভিন্ন মঞ্চে নাটকে অভিনয় করেছেন।
এর আগে বুধবার রাত পৌনে ৮টায় চিকৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। পরলোকগমনকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি কয়েকদিন আগে বগুড়ায় নিজ বাড়িতে মাথায় রক্তক্ষরণ জনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নেওয়া হয়। সেখান থেকে ফিরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে নেয়া হলে বুধবার মারা যান। মৃত্যুর পর রাত ১১টায় শিক্ষক শ্যামল রঞ্জন ভট্টাচার্য্যকে তার শিক্ষাঙ্গন বগুড়া জিলা স্কুল মাঠে নেওয়া হয়। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়া থিয়েটার, রাজনৈতিকদল, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ, শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
তার মৃত্যুতে শোকবার্তা দিয়েছে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রাম থিয়েটার, বগুড়া থিয়েটার, কলেজ থিয়েটার, শব্দকথন সাহিত্য আসর, জাতীয় কবিতা পরিষদ বগুড়া জেলা শাখা, প্রকাশ শৈলী, ভোরহলো, বগুড়া বাউল গোষ্ঠি, আনন্দকণ্ঠ, নান্দনিক নাট্য দল, সংশপ্তক থিয়েটার, থিয়েটার আইডিয়া, ঘাসফুল, জাতীয় রবীন্দ্র সঙ্গিত সম্মিলন পরিষদ, বগুড়া নাট্যগোষ্ঠি, বগুড়া নাট্যদলসহ বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন সংগঠন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন