নাটোরের সিংড়া উপজেলায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক, বাল্যবিবাহ, ধর্ষণ ও দুর্নীতিবিরোধী শপথ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৩টায় উপজেলা চত্বরে স্মৃতিসৌধের সামনে এই কর্মসূচি পালিত হয়।
স্মৃতিসৌধে শিক্ষার্থীদের মাদক, বাল্যবিবাহ, ধর্ষণ ও দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ করান লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিংড়া উপজেলা চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে বাংলাদেশের ৬৪ জেলায় গত কয়েক বছরে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী এভাবেই সকল মাদক, বাল্যবিবাহ, ধর্ষণ ও দুর্নীতিকে লাল কার্ড প্রদর্শন করে শপথ নিয়েছেন।
বিডি প্রতিদিনি/এমআই