ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল হাসান আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার মগবাজারে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তার মৃত্যুর খবরে শহরের সকল মহলে শোকের ছায়া নেমে আসে। তিনি অবসর জীবনে ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি স্কুলে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তিনি একপুত্র ও এক কন্যা সন্তান এবং দুই ভাই ও এক বোন রেখে গেছেন।
বাদ আছর ঢাকায় জানাযা শেষে তাকে সেখানে দাফন করা হবে বলে পরিবার থেকে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার