নোয়াখালীতে স্বাস্থ্যবিধি মেনে কর্মহীন চার শতাধিক বাস পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর পক্ষ থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার দুপুরে সদর উপজেলার হলরুমে উপজেলা চেয়ারম্যান একেএম সামসুদ্দিন জেহান বাস পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সয়াবিন তেল, পিয়াজ, আলু, লবণ, সাবানসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সমুহ।
ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা, সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এসময় উপজেলা চেয়ারম্যান একেএম সামসুদ্দিন জেহান বলেন, মহামারি করোনাভাইরাস মোকাবেলা করতে জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের সকল সমস্যা সমাধান করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন