গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় মইনুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়ির আটটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। আজ বুধবার সকালে উপজেলার বক্তারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, উপজেলার বক্তারপুর এলাকায় বুধবার সকালে মইনুল ইসলামের বাসা বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে মাধ্যমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন সেটি নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
এরপর তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টা খানের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে বাড়ির ৮টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়।
পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিকভাবে পৌরসভার পক্ষ থেকে শুকনো খাবার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর