২৪ অক্টোবর, ২০২১ ১৪:৫২

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষে দিনাজপুরে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষে দিনাজপুরে মানববন্ধন

দিনাজপুরে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে চিকিৎসক সমাজ। একটাই দাবি বঙ্গবন্ধুর স্বাধীন দেশে কোন অপশক্তি ও সন্ত্রাসের স্থান নেই। বাংলার মাটি থেকে তাদের উৎখাত করা হবে। 

রবিবার বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) দিনাজপুরের আয়োজনে ও এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে হাসপাতাল সম্মুখ সড়কে মানববন্ধন চলাকালে বক্তারা এসব কথা বলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেন, হাসপাতালের পরিচালক ডা. কাজী শামিম হোসেন, কলেজের উপাধ্যক্ষ ডা. মোমেনুল ইসলাম, হাসপাতালের উপ-পরিচালক ডা. শামীম আরা নাজনিন, সহকারী পরিচালক ডা. আবু রেজা মাহমুদুল হক, দিনাজপুর বিএমএর সভাপতি ডা. ওয়ারেস আলী সরকার, স্বাচিবের সেক্রেটারী ডা. আহাদ আলী, শিশু বিশেষজ্ঞ ডা. মশিউর রহমান, আইডিএর সভাপতি ডা. আরমান হোসেন, সাধারন সম্পাদক ডা. জেবা ফারিহা ঐশী, ছাত্রলীগ নেতা জাকির, নাসিমসহ চিকিৎসক, ইন্টার্ণ চিকিৎসকবৃন্দ এবং কলেজ ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর