২৩ জানুয়ারি, ২০২২ ১৭:১০

অধ্যাপকের বাড়ি থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি

অধ্যাপকের বাড়ি থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

ফাইল ছবি

লালমনিরহাটে স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মোজাম্মেল হকের বাড়ি থেকে শানিনুর বেগম (৩৫) নামে এক নারী গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার কাকিনার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তার মৃত্যুর কারণ নিয়ে রহস্য তৈরি হয়েছে। ওই গৃহকর্মী শানিনুর বেগম টাঙ্গাইলের মধুপুরের রাধাপাল গ্রামের আব্দুল গফুরের মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী জানান, উত্তরবঙ্গের সুপ্রতিষ্ঠিত কাকিনা উত্তরবাংলা কলেজের প্রতিষ্ঠাতা ও স্কটল্যান্ডের গ্লাসগো ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোজাম্মেল হকের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন ওই নারী। প্রায় ২০ বছর ধরে তিনি এই বাড়িতে কাজ করতেন। রবিবার সকালে তার শয়ন কক্ষ থেকে কোন সাড়াশব্দ না পেয়ে অন্যান্য গৃহকর্মীরা দরজায় ডাকাডাকি করে। এসময় দরজা খুলে না দেওয়ায় জানালা ভেঙ্গে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন,মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর