শিরোনাম
- শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি
- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- চট্টগ্রামের ১০টি আসনে নতুন মুখ ৫ জন
- জানাজা থেকে গৃহবধূর লাশ গেল মর্গে, পালালেন স্বামী-শ্বশুর
- নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
- আমেরিকা থেকে এলো গমবোঝাই জাহাজ
- এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা
- চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর
- কেদারপুরে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত
- মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
- টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
- জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম
- সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- টাঙ্গাইলে গ্রামীণ রাস্তায় জনদুর্ভোগ, স্বাধীনতার ৫৩ বছরেও পাকাকরণ হয়নি
- কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ফজলুর রহমান
- নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বাবর
- সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা
- তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি
- বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান
- নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া
চালককে গলাকেটে হত্যা, পরে অটোরিকশা বিক্রির টাকা ভাগাভাগি করে নেয় খুনিরা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
অনলাইন ভার্সন
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেকে অটোরিকশাচালক সিয়াম হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১। গতকাল শুক্রবার আলীরটেক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দু’জন হলেন- মো. ইয়ামিন (১৯) ও মো. নবী হোসেন (১৮)। গ্রেফতারকৃতরা র্যাবকে জানিয়েছে, সিয়ামের অটোরিকশা ছিনতাইয়ের পর সিয়ামকে গলা কেটে হত্যার পর অটোরিকশা বিক্রি করে দেয় তারা। পরে সেই টাকা তারা বাটোয়ারা করে নেয়।
এ বিষয়ে র্যাব-১১ এর উপপরিচালক মুনিরুল আলম জানান, গত ১৭ মে আলীরটেকের তৈলখিয়ার চরের এক পরিত্যক্ত ইটভাটায় অটোরিকশাচালক সিয়ামের অর্ধগলিত লাশ পাওয়া যায়। ওই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ছায়া তদন্ত শুরু করে র্যাব। গত ২০ মে আলীরটেক এলাকা থেকে এই হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, নিহত সিয়াম একজন অটো রিকশাচালক। প্রতিদিনের ন্যায় গত ১৩ মে অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাসায় ফেরেনি। এতে তার পরিবার উদ্বিগ্ন হয়ে তাকে খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে আলীরটেকের তৈলখিয়ার চরের জনৈক আতাউর রহমান ও বাদলের পরিত্যক্ত ইটভাটায় সিয়ামের অর্ধগলিত লাশ ইটের ভেতর লুকানো অবস্থায় পাওয়া যায়।
এই ঘটনায় গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ১৩ মে আসামিরা সিয়ামের অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে পূর্ব পরিচিতির জের ধরে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। সারাদিন তার অটোরিকশা নিয়ে ঘোরাঘুরি করে সন্ধ্যায় তাকে ইটভাটায় নিয়ে যায়। সেখানে তারা সিয়ামকে মাটিতে ফেলে কয়েকজন মিলে হাত-পা শক্ত করে ধরে এবং ধৃত আসামি ইয়ামিন অটোচালক সিয়ামকে গলায় ছুরি চালিয়ে হত্যা করে। পরে লাশ গুম করার উদ্দেশ্যে ইট দিয়ে ঢেকে রাখে ও অটোরিকশাটি বিক্রি করে পরস্পর টাকা ভাগাভাগি করে নেয়। আসামিদের সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর
এই বিভাগের আরও খবর