ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ধান উড়ানো মেশিনে (পাউয়ার টিলারের সাথে সংযুক্ত ফ্যান) কাপড় পেঁচিয়ে আকলিমা বেগম (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের আদর্শ আন্দুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের মাঝের পাড়ার মৃত গোলাম সারোয়ার ঠান্ডুর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদর্শ আন্দুলিয়া গ্রামের স্কুলপাড়ায় কৃষক শরিফুল ইসলাম সকাল থেকে নিজ বাড়ির ওঠানে ধান মাড়াই করছিল। সেসময় বোরো ধান উঠানো দেখতে বেড়াতে এসেছিলেন মামি শাশুড়ি আকলিমা বেগম। এসময় অসাবধানতাবশত ফ্যানের পাখায় কাপড় পেঁচিয়ে যায়। এতে গুরুতর জখম হন তিনি। তাকে উদ্ধার করে দ্রুত হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিনাকুন্ডু থানার ওসি সাইফুল ইসলাম।
বিডি-প্রতিদিন/শফিক