নওগাঁয় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৪ শিক্ষকসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১ জন আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওগাঁ সদর উপজেলার বাবলাতলী মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাদনেহেন্দা গ্রামের দেলোয়ার হোসেন (৪৫), বিজলী গ্রামের মকবুল হোসেন (৫০), ভাদরন্ড গ্রামের জান্নাতুন (৩৭) ও ডাঙ্গাপাড়া গ্রামের সিএনজি চালক সেলিম (৪২) ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার লেলিন হোসেন (৩২)।
নওগাঁ সদর থানার ওসি নজরুল ইসলাম জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে নওগাঁর দিক থেকে মাছের ফিড বোঝাই একটি ট্রাক রাজশাহীর দিকে এবং যাত্রী বোঝাই সিএনজি নওগাঁর দিকে আসছিল। হঠাৎ করে উক্ত স্থানে একটি মাটি বোঝাই ট্রাক্টর মেইন রাস্তায় উঠে পড়ে। এ সময় ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে ট্রাক এবং সিএনজি মুখোমুখি সংঘর্ষ বাঁধে। ট্রাকটি যাত্রী বোঝাই সিএনজিকে পিষ্ট করে ওই পিষ্ট হওয়া সিএনজি সাথে নিয়ে পাশের গভীর খাদে পড়ে যায়।
এতে সিএনজি দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ শিক্ষকসহ মোট ৫ জন মারা যায়। আর ওই ঘটনায় নিহত জান্নাতুনের বোন প্রাথমিক স্কুল শিক্ষক নুরজাহানকে (৩২) আহত অবস্থায় নওগাঁ সদর হাসপতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার অবস্থার অবনিত হলে দুপুরে তাকে উন্নত চিকিৎসা জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ওই ৪জন শিক্ষক নওগাঁ প্রাথমিক প্রশিক্ষণ কেন্দ্রে (পিটিআই) প্রশিক্ষণে অংশ নিতে সিএনজি নিয়ে নিয়ামতপুর থেকে নওগাঁয় আসছিলেন। তিনি আরো জানান, সড়ক দুর্ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত ৫ জনের লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়ের না হলে ময়না তদন্ত ছাড়াই লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মাহমুদুল হাসান বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন। ট্রাকের চাপায় সিএনজি দুমড়ে মুচড়ে গিয়ে গভীর খাদে পানির নিচে ডুবে ছিল। সিএনজির বিভিন্ন অংশ পৃথক পৃথক ভাবে কেটে ভিতর থেকে লাশগুলো বের করা হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধারের কাজ করেছে। নিহতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। উদ্ধারকৃত মরদেহগুলো ফায়ার সার্ভিস নওগাঁ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে তাদের উদ্ধার অভিযান সমাপ্ত করেছে।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন জানান, নিহত প্রতিটি পরিবারকে দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের আওতায় ২৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হবে। আর নিহতদের পারিবারিক অবস্থা বিবেচনা করে জেলা প্রশাসকের তহবিল থেকে প্রয়োজনে আরো অনুদান প্রদান করা হবে।
বিডি প্রতিদিন/এএ