নরসিংদীর রায়পুরায় পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে বিদেশি ডলার, রিয়ালসহ ২৬ লক্ষ টাকা ডাকাতির ঘটনায় ৫ ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান।
গ্রেফতারকৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার পশ্চিমমেড্ডা এলাকার মৃত ইসমাইল মিয়ার ছেলে জয়নাল আবেদীন (৪৮) , নবীনগর থানার মৃত জালাল মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর আলম ( ৫০ ), কুমিল্লা জেলার হোমনা থানার দৌলতপুর গ্রামের মৃত আবুল কাশেমর ছেলে মোঃ নাজির আহম্মেদ (৫৮), ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যমেড্ডা এলাকার মৃত ঝারু মুন্সির ছেলে মোঃ রাজিব মিয়া (৩৩) ও পশ্চিমমেড্ডা এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে মোঃ শাহাজাহান মিয়া (৬০)।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানায়, ভৈরবের ব্যবসায়ী দেলুয়ার হোসেনের ছোট ভাই মো. আক্তার হোসেন (৩৪) গত ১৬ জুন বিকাল ৫টায় ভৈরব বাজার থেকে ব্যবসার কাজ শেষ করে নগদ দুই লাখ ১৭ হাজার ৫০০ টাকা, সাত লাখ দুই হাজার ২৫০ সৌদী রিয়াল, পাঁচ হাজার ইউএস ডলার নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার পথে ঢাকা - সিলেট মহাসড়ক পার হয়ে রায়পুরার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নগর উত্তরপাড়া ব্রীজের ১০০ গজ দক্ষিণে পৌঁছলে অজ্ঞাতনামা ৬-৭ জন পুলিশের পোশাক পরে তাকে ধাওয়া করে।
এ সময় আক্তার হোসেনের মোটরসাইকেলের গতিরোধ করে তাকে টানা হেঁছড়া করে বেধম মারপিট করার পর তার ব্যাগে থাকা ২৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার সময় তার দুটি মোবাইল ফোনও ছিনিয়ে নেয়। এ সময় আক্তার হোসেনের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে ছিনতাইকারীরা একটি নোহা সাদা রংয়ের মাইক্রোবাসে উঠে পালিয়ে যায়। এঘটনায় ব্যবসায়ী দেলুয়ার হোসেন রায়পুরা থানায় মামলা দায়ের করলে তদন্তে নামে গোয়েন্দা পুলিশ।
পরে গোপন সূত্র ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার দুপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তদের কাছ থেকে ২ সেট পুলিশের পোশাক, ১ জোড়া হ্যান্ডকাফ, ১টি বেল্ট, ২০০ ইউএস ডলার, ২০০০ সৌদি রিয়াল, ১১০০০ টাকা ও ডাকাতির কাজে ব্যাবহৃত নোহা গাড়ী উদ্ধার করা হয়। তারা জিজ্ঞাসাবাদে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় জড়িতের কথা স্বীকার করে। এ ঘটনায় তদন্ত চলমান আছে।
বিডি প্রতিদিন/এএ