ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অপরাধে নারীসহ ১২ জনকে আটক করেছে বিজিবি।
আজ শুক্রবার সকালে উপজেলার মাটিলা সীমান্তবর্তী লেবুতলা গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কিছু বাংলাদেশি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার চেষ্টা করছে। এ সংবাদের ভিত্তিতে লেবুতরা গ্রামের মাঠের সীমান্ত পিলারের তিনশ’ গজ বাংলাদেশ অভ্যন্তর থেকে অবৈধ আসার অপরাধে ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ শিশুকে আটক করে।
তাদের বাড়ি ঢাকা, পিরোজপুর, ঠাকুরগাও, যশোর ও মাদারীপুর জেলার জায়গায়। বিজিবির পক্ষ থেকে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল