ঝিনাইদহে পুকুরের পানিতে ডুবে মেহেদী হাসান (৭) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার নির্মিত পুকুরে এঘটনা ঘটে। মৃত শিশু শহরতলীর হামদহ মোল্লা পাড়ার আলী হোসেনের ছেলে ও আদর্শপাড়া কচাতলা মোড় নূরানি মাদ্রাসার ছাত্র ছিল। শিশুটি মৃতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, দুপুর ৩টার দিকে সহপাঠীদের সাথে পুকুরে নেমে গোসল করতে থাকে। এসময় সকলে অজান্তে মেহেদী হাসান পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। সেসময় তাকে খোজাখুজি শুরু হয়। এক পর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক এসে তাকে মৃত্যু ঘোষনা করেন। বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা।
বিডি প্রতিদিন/এএ