বগুড়া সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের মথুরাপাড়া হাটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্। শুক্রবার বিকালে উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের মথুরাপাড়া হাটে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক, বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বগুড়া জেলা সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম, বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহাবুবুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল করিম মন্টু, মেয়র মতিউর রহমান মতি, চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন। এসময় ২৫০টি বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ