২৪ জুন, ২০২২ ২০:৩৩

কুড়িগ্রামে বানভাসি মানুষের দুর্ভোগ বাড়ছে

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে বানভাসি মানুষের দুর্ভোগ বাড়ছে

কুড়িগ্রামে বানভাসি মানুষের দুর্ভোগ বাড়ছে

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি গত ৮-১০ দিন ধরে বিপদসীমার উপরে অবস্থান করায় পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে প্রায় দেড়লাখ মানুষ। বাড়ির নলকূপ-পায়খানা তলিয়ে গেছে। নষ্ট হয়ে গেছে গবাদি পশুর খড়। ফলে গো-খাদ্য আর বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন তারা।

বাড়ির বয়স্ক ও নারীরা স্বাভাবিকভাবে পায়খানা ব্যবহার করতে না পেরে ভীষণ ভোগান্তির মধ্যে রয়েছে। শুকনো জ্বালানি না থাকায় অনেক কসরত করে রান্না করতে করতে হচ্ছে তাদের। ফলে এক বেলা রান্না করে সেই রান্না দিয়ে দিন পার করছেন তারা।

জেলা প্রশাসন থেকে বিভিন্ন এলাকায় শুকনো খাবার বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছে বানভাসি মানুষ। অনেকে অভিযোগ করছেন, ত্রাণ দেওয়া তো দূরের কথা, এখন পর্যন্ত কেউ তাদের খোঁজখবর নিচ্ছে না। বিশেষ করে দিন এনে দিন খাওয়া মানুষ কাজ না পেয়ে রয়েছে চরম বিপাকে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর