২৫ জুন, ২০২২ ১৪:৫৮

বগুড়ায় পদ্মা সেতুর আনন্দ শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক,বগুড়া

বগুড়ায় পদ্মা সেতুর আনন্দ শোভাযাত্রা

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বগুড়ায় আনন্দ শোভাযাত্রা হয়

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বগুড়ায় আনন্দ শোভাযাত্রা হয়েছে। শোভাযাত্রায় বগুড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে আলতাফুন্নেছা খেলার মাঠে স্থাপিত মঞ্চে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান দেখানো হয়।

পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে বগুড়ায় জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, সিআইডি পুলিশ সুপার মোহাম্মদ কাউছার সিকদার, জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা পরিষদ প্রশাসক ডা. মকবুল হোসেন, শজিমেক অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল, এলজিইডি বগুড়ার নির্বাহী প্রকৌশলী গোলাম মোরশেদ, পানি উন্নয়ন বোর্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, সিভিল সার্জন ডা. শফিউল আজম, অতি. জেলা প্রশাসক মাসুম আলী বেগ, নিলুফা ইয়াছমিন, অতি. পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, মোতাহার হোসেন, আব্দুর রশিদ, শরাফত ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এরপর সকাল ১০টায় আলতাফুন্নেছা খেলার মাঠে স্থাপিত মঞ্চে বড়পর্দায় সরাসরি উদ্বোধনী অনুষ্ঠানটি উপভোগ করা হয়। একই সময়ে বেলুন, ফেস্টুন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন করে জেলা প্রশাসন। সন্ধ্যা ৬টায় আলতাফুন্নেছা খেলার মাঠে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নাটিকা, নৃত্য এবং ঢাকা ও বগুড়ার জনপ্রিয় শিল্পীদের নিয়ে আনন্দ কনসার্ট অনুষ্ঠিত হবে। রাত ৮টায় বর্ণিল আতশবাজির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে।

জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, বাংলাদেশের অহংকার-গৌরবের প্রতীক স্বপ্নের পদ্মা সেতু। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চ্যালেঞ্জ স্বপ্নের পদ্মা সেতু। পদ্মা সেতুর উদ্বোধন একটি স্বপ্নের উন্মোচন। 

এদিকে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বগুড়া জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজী জুয়েল জানান, দুপুর ১২টায় শহরের টেম্পল সড়কের দলীয় কার্যালয় হতে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। সন্ধ্যায় দলীয় কার্যালয়সহ সাতমাথা বীরশ্রেষ্ঠ চত্বরে আলোকসজ্জা করা হবে।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর