চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসলে করতে নেমে মাসুদ রানা (২১) নামে পলিটেকনিক ইন্সটিটিউটের এক ছাত্র নিখোঁজ রয়েছে।
নিখোঁজ মাসুদ রানার বাড়ি হচ্ছে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া কলেজপাড়ায়। সে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রিক বিভাগের ৭ম বর্ষের ছাত্র। সে পুরাতন সিএন্ডবি ঘাট এলাকায় এক ছাত্রাবাসে ভাড়া থাকতো। আজ সোমবার বেলা ১১টার সময় ডুবে যায় মাসুদ রানা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র মাসুদ রানা তার দুই বন্ধু আবু তালেব ও রাকিব হাসানের সাথে পুরাতন সিএন্ডবি ঘাট এলাকায় মহানন্দা নদীতে গোসল করতে নামে।
এসময় আবু তালেব ও রাকিব হাসান ডুবে যাওয়ার একপর্যায়ে কোনরকমে সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও মাসুদ রানা ডুবে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন