টাঙ্গাইলের সখীপুরে কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের "অসমাপ্ত আত্মজীবনী" পাঠ প্রতিযোগিতার আয়োজন করেছে সখীপুরস্থ সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত "সৃজনশীল সখীপুর"।
সোমবার সকালে এ প্রতিযোগিতার দুইশত "অসমাপ্ত আত্মজীবনী" গ্রন্থ উপজেলার ১০টি কলেজ ও ছয়টি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। প্রত্যেক প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীদের হাতে এ গ্রন্থ তুলে দেন চর্যাপদ গবেষক ও প্রফেসর আলীম মাহমুদ।
এ সময় সৃজনশীল সখীপুরের পক্ষে উপস্থিত ছিলেন নাট্যজন আলী হাসান, সাংবাদিক ও প্রভাষক মোজাম্মেল হক সজল প্রমুখ।
এ প্রতিযোগিতার আয়োজক কমিটি জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সৃজনশীল সখীপুরের আয়োজনে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বিশজন শিক্ষার্থীর হাতে বঙ্গবন্ধুর "অসমাপ্ত আত্মজীবনী" গ্রন্থ তুলে দিয়ে এসেছি। গ্রন্থটি এক মাস ভরে তারা পড়বে তারপর সংক্ষিপ্ত ভাবে একটা লিখিত পরীক্ষা নেয়া হবে। সে পরীক্ষায় যারা বিজয়ী হবে তাদের পুরস্কৃত করা হবে।
সৃজনশীল সখীপুরের পক্ষে নাট্যজন আলী হাসান জানায়, বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম, আদর্শ ও চেতনাকে তরুণ প্রজন্মরা যেন লালন ও ধারণ করতে পারে সে লক্ষ্যেই সৃজনশীল সখীপুরের এই আয়োজন। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
সখীপুর পিএম পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান বলেন, সখীপুরে এটি একটি ব্যতিক্রম আয়োজন। এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে এবং তাদের মধ্যে বঙ্গবন্ধু ও স্বদেশ প্রেম বৃদ্ধি পাবে বলে আশাবাদী।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন