২৭ জুন, ২০২২ ১৮:৪৮

পদ্মা সেতুতে উল্টে গেল পিয়াজবাহী পিকআপ, আহত ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি

পদ্মা সেতুতে উল্টে গেল পিয়াজবাহী পিকআপ, আহত ৩

মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উত্তর ভায়াডাক্টে পিয়াজবাহী একটি পিকআপ উল্টে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পদ্মা সেতুতে যান চলাচলের দ্বিতীয় দিনে সোমবার বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা উত্তর থানার টোল প্লাজার কাছে এ ঘটনা ঘটে।

জানা যায়, পিয়াজবাহী পিকআপ উল্টে আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। দ্রুত গতিতে গাড়িটি আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে পিকআপে থাকা পিয়াজের মালিক সাহেদ জানান, ‘ফরিদপুর থেকে ১৩৪ বস্তা পিয়াজ নিয়ে ঢাকার শ্যামবাজারে যাচ্ছিলাম। সেতুর মাওয়া প্রান্তে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।’

পদ্মা উত্তর থানার ওসি আলমগীর হোসেন জানান, পদ্মা সেতুর দক্ষিণ দিক জাজিরা প্রান্ত থেকে ঢাকাগামী পিকআপটি অত্যন্ত দ্রুত গতিতে আসছিল। এ সময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজার আগেই ভায়াডাক্টের সাথে বাড়ি খেয়ে উল্টে যায়। এতে গাড়ির মালিক সাহেদসহ তিনজন গুরুতর আহত হয়। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।এ বিষয়ে পদ্মা উত্তর থানায় একটা মামলার প্রস্তুতি চলছে।

বিডি-প্রতিদিন/বিএইচ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর