২৭ জুন, ২০২২ ১৯:০৬

যুবলীগ কর্মীকে হত্যা করে ৭ বছর পলাতক, অবশেষে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

যুবলীগ কর্মীকে হত্যা করে ৭ বছর পলাতক, অবশেষে গ্রেফতার

প্রতীকী ছবি

চট্টগ্রামে যুবলীগকর্মী শহীদুল আলম হত্যা মামলার আসামি মো. ইউসুফকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইউসুফ রাউজান উপজেলার বজল আহম্মদের ছেলে। র‌্যাবের দাবি- তার বিরুদ্ধে খুন, ছিনতাই, অপহরণসহ অসংখ্য অভিযোগ রয়েছে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি রাউজান উপজেলার চারাবটতল এলাকায় ফিল্মি স্টাইলে হত্যা করা হয় যুবলীগ কর্মী শহিদুলকে। খুনের পর বিদেশে পালিয়ে যান শহীদুল। সম্প্রতি দেশে ফিরে ফের অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর