বরিশালের উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়ক ও সদস্য সচিবকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনিয়মের কারণে রবিবার তাদের অব্যাহতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মনির।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন খান, যুগ্ম-আহ্বায়ক রবিউল ইসলাম এবং সদস্য সচিব সবুজ বালী।
শহীদুল ইসলাম মনির জানান, তাদের বিরুদ্ধে বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠনে অর্থ আদায়সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ কারণে নীতি নির্ধারকদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের ৩ জনকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।
গত মাসে ওই ৩ জনকে নেতৃত্ব দিয়ে উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছিল।
বিডি প্রতিদিন/এএম