শিরোনাম
১১ আগস্ট, ২০২২ ২০:৫৮

নদীতে গোসল করতে নেমে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

নদীতে গোসল করতে নেমে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

মাদারীপুরের শিবচরে পদ্মানদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. আরাফাত (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও নিঁখোজ রয়েছে আব্দুর রহিম (১০) নামের আরও এক শিশু। 

বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের চরচান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যায় উদ্ধার অভিযান চালিয়ে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। 

চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, দুপুরের পরে সাত শিশু একত্রে গোসল করতে নামে পদ্মা নদীতে। এ সময় স্রোতের টানে দুই শিশু ডুবে যায়। অন্য পাঁচজন সাঁতরে উঠার পর বিষয়টি জানালে ঘটনাস্থলে নৌ পুলিশ গিয়ে স্থানীয় ডুবুরী দিয়ে তল্লাশি চালায়। দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে সন্ধ্যার দিকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া আরেক শিশু এখনো নিখোঁজ রয়েছে।

এদিকে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, গোসল করতে গিয়ে বাল্ক হেড থেকে শিশুরা লাফিয়ে পানিতে পড়ছিল। তবে স্রোতের টানে দুই শিশু বাল্কহেডের নিচে চলে যায়। পরে আরাফাত নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়। তবে আব্দুর রহিম (১০) নামের আরেক শিশু এখনো নিখোঁজ রয়েছে। আরাফাত চরজানাজাত এলাকার রহিম হাওলাদারের ছেলে এবং চরচান্দা এলাকার একটি মাদ্রাসার ছাত্র তারা।
চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শাহানুর আলী বলেন, স্থানীয় ডুবুরী নিয়ে নৌ পুলিশের সদস্যরা তল্লাশী চালিয়ে এক শিশুর মরদেহ উদ্ধার করে। সন্ধ্যা পর্যন্ত তল্লাশি অভিযান চলছিল। তবে এখনো এক শিশু নিঁখোজ রয়েছে। তারা গোসল করতে পদ্মানদীতে নেমেছিল।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর