বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত কামাল উদ্দিন আকনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে উপজেলা আওয়ামী লীগ।
দিবসটি উপলক্ষে সোমবার সকালে কালো ব্যাজ ধারণ, শোক র্যালি, মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে সদরের রায়েন্দা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন, বাগেরহাট-৪ আসনের এমপি এ্যাডভোকেট আমিরুল আলম মিলন, জেলা আওয়ামী লীগের সদস্য সাউথখালী ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন, মরহুম কামাল উদ্দিন আকনের ছেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন আকন শান্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, সহ-সভাপতি ওয়াদুদ আকন, এম এ খালেক খান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি বদরুজ্জামন আবু গাজী, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন নান্টু, জালাল আহম্মেদ রুমি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আল হাসান প্রমুখ।
স্মরণসভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন