বগুড়ায় ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার দুপুর সোয়া ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রলীগ বনানী-সাতমাথা সড়ক অবরোধ করে রাখে।
অবরোধকারী ছাত্রলীগ নেতারা জানান, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ও বগুড়া শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের উপর হামলার প্রতিবাদে এ অবরোধ করা হয়। এসময় ছাত্রলীগ নেতারা হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
অবরোধের সময় শহরের ব্যস্ততম বনানী-সাতমাথা সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে জেলার শাজাহানপুর থানার ওসি আমবার হোসেন উপস্থিত হয়ে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে ছাত্রলীগ নেতাকর্মীরা অবরোধ তুলে নিয়ে কলেজ ক্যাম্পাসে ফিরে যায়।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া শহর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাকিবুল হাসান, শাহ সুলতান কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির সরকার মৃদুল, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগ নেতা তাসফিকুর রহমান ও কাওসার আহম্মেদ জয়সহ অন্যান্য ছাত্রলীগের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর রাতে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল-মাহিদুল জয়ের নেতৃত্বে নেতাকর্মীরা আজিজুল হক কলেজ অধ্যক্ষের সঙ্গে দেখা করতে যান। এর কিছুক্ষণ পরেই জেলা ছাত্রলীগের নতুন কমিটির সহ-সভাপতি তৌহিদুর রহমান ও যুগ্ম সম্পাদক মাহাফুজারের নেতৃত্বে হামলা করা হয়। এ ঘটনায় সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক ও শহর ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান সাব্বিরসহ সাত নেতাকর্মী আহত এবং অন্তত ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে মহাসড়ক অবরোধ করে রাখা হয়।
বগুড়ার শাজাহানপুর থানার ওসি আমবার হোসেন জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের দাবি-দাওয়া নিয়ে সড়ক অবরোধ করেছিলেন। তাদের সাথে কথা বলার পর তারা ক্যাম্পাসে ফিরে যান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
বিডি প্রতিদিন/এমআই