আজ ৬ ডিসেম্বর ঐতিহাসিক যশোর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল দেশের প্রাচীনতম এই জেলা। সর্বাত্মক এক যুদ্ধের পর ৬ ডিসেম্বর দুপুরের পরপরই যশোর ক্যান্টনমেন্ট ছেড়ে পালিয়ে যায় পাক হানাদাররা। আর এর মাধ্যমেই দেশের প্রথম জেলা হিসেবে শত্রুমুক্ত হয় যশোর।
যশোর মুক্ত দিবস উপলক্ষে আজ সকালে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
শহরের বকুলতলায় বঙ্গবন্ধু ম্যুরালে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।
এসময় সেখানে মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বর্ণাঢ্য একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন