আজ ৬ ডিসেম্বর ফেনী হানাদারমুক্ত দিবস। ’৭১র এই দিনে মুক্তিযোদ্ধারা সম্মুখ সমরে পাকহানাদার বাহিনীকে পরাজিত করে ফেনীর মাটিতে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়েছিলো।
হানাদারমুক্ত দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের জেল রোডস্থ মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ফেনী-২আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। পরে একে একে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
পুষ্পস্তবক অর্পণ শেষে র্যালি বের করে শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে ফেনী জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া তরুণ সংঘ নামে একটি সংগঠন সকাল ৬টায় ফেনীর পরশুরামের ভারতীয় সীমান্তবর্তী বিলোনিয়া এলাকা থেকে পদযাত্রা শুরু করে দীর্ঘ ৪৭ কিলোমিটার পায়ে হেঁটে ফেনীর শেষ সীমান্ত দাগনভুঞা পর্যন্ত গিয়ে শেষ করবে। বেলা সাড়ে ১২ টার দিকে পদযাত্রাটি ফেনী শহরে এসে পৌঁছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন