গাজীপুরের কোনাবাড়ী আমবাগ এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে প্রথমে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৯টি ঝুটের গুদাম ও গুদামে থাকা মালামাল এবং একটি বসত বাড়ির ১০টি কক্ষ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, সোমবার দিবাগত রাত রাত ৩টা ২০ মিনিটের দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী আমবাগ নছের মার্কেট এলাকায় ঝুটের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারপাশের ঝুটের গোডাউনে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট, ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিটসহ মোট ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল ১০ টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়। এসময় জিএমপির কোনাবাড়ী থানা পুলিশ, শিল্প পুলিশের পাশাপাশি স্থানীয় লোকজন সহায়তা করেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনে ৯টি ঝুটের গোডাউনের মালামালসহ পুড়ে যায়। এছাড়াও ঝুটের গোডাউনের পাশে থাকা ফজলুল হক মোল্লার টিনসেট বসত বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে তার ১০ কক্ষ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্ত করে বলা যাবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/ফারজানা