হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকায় বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রুবেল আহমেদ (২৫) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছে আরও তিন পুলিশ সদস্য।
মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য রুবেল আহমেদ হবিগঞ্জ ট্রাফিক অফিসে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলায়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, ২নং পুল এলাকায় একটি টিনশেড ঘর ভাড়া নিয়ে পাঁচ পুলিশ সদস্য থাকতেন। একজন ছুটিতে বাড়ি চলে যান। মঙ্গলবার রাতে সেখানে চারজন পুলিশ সদস্য ঘুমিয়ে ছিলেন। ভোররাতে তাদের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে রুবেলের মৃত্যু হয়। পরে পাশে থাকা পুলিশ সদস্যরা গিয়ে তার মরদেহ দেখতে পান। অগ্নিকাণ্ডে তারাও দগ্ধ হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হবিগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক জাকারিয়া হায়দার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘরটি আধাপাকা টিনশেড ছিল। সেটি পুরোপুরিভাবে পুড়ে গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস এ বিষয়ে তদন্ত করছে।
বিডি প্রতিদিন/কালাম