ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ইব্রাহিম মিয়া সুজনকে (৩০) গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। তবে পৌর এলাকার সড়ক বাজারের আদর আলী কমপ্লেক্সের সামনে মানববন্ধন চলাকালে অনুমতি না থাকায় পুলিশ এসে ব্যানার কেড়ে নেয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা পরে বিক্ষোভ প্রদর্শন করেন।
কর্মসূচি থেকে ইব্রাহিম মিয়াকে নির্দোষ দাবি করা হয়। সে সাথে এলাকাভিত্তিক বিভিন্ন কারণে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে দাবি করে দ্রুত মুক্তির আশাবাদ ব্যক্ত করা হয়। মানববন্ধনে এলাকাবাসীর পাশাপাশি ইব্রাহিম মিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার রাত নয়টার দিকে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সহযোগিতায় আখাউড়া পৌর এলাকার রাধানগর এলাকা থেকে তাকে আটক করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে আহত তোফাজ্জলের ভাই জামির হোসেন বাদী হয়ে ইব্রাহিম মিয়া ও তার দুই ভাইসহ পাঁচজনের নামে মামলা দায়ের করেন।
এ ঘটনার প্রতিবাদে শনিবার সকালে সড়ক বাজারে মানববন্ধন করা হয়। সকাল নয়টায় শুরু হওয়া মানববন্ধনে পৌণে ১০টার দিকে পুলিশ এসে বাধা দেয়। অনুমতি না থাকায় ব্যানার কেড়ে নিয়ে সবাইকে চলে যেতে বলেন পুলিশ। এ সময় আখাউড়া থানার এস.আই আবু ছালেক ও এস.আই মহিন উদ্দিনের সঙ্গে বিক্ষোভকারিদের বিতন্ডা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/হিমেল