দিনাজপুরের নবাবগঞ্জে একই রাতে কয়েকটি গ্রামে গৃহস্থের ২০টি খড়ের গাদায় অগ্নি-সংযোগের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। একই রাতে কয়েকটি গ্রামে এত খড়ের গাদায় অগ্নিসংযোগের ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি শত্রুতা নাকি অন্যকিছু।
মঙ্গলবার দিবাগত রাতে নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের প্রাণকৃঞ্চপুর ও আন্দোলগ্রামে(চন্ডিপুর) এবং শালখুরিয়া ইউনিয়নের কুড়াহার ও শালখুরিয়া গ্রামে ঘটনাগুলো ঘটেছে।
স্থানীয়দের মাধ্যমে জানা যায়, নবাবগঞ্জের প্রাণকৃঞ্চপুর গ্রামের খবিরুল ইসলামের ২টি, আন্দোল গ্রামের (চন্ডিপুর) কালামের ১টি ও হযরত আলীর ১টি, কুড়াহার গ্রামের সাখাওয়াত হোসেনের ১টি, মঞ্জুরুল আলমের ২টি, শামসুল আলমের ১টি, এমদাদুল হকের ১টি, মাহবুব আলীর ১টি, শালখুরিয়া পূর্বপাড়া গ্রামের আন্তাজ আলীর ৩টি, খায়ের আলীর ২টি, মশিহুর রহমানের ১টি, মহসিন আলীর ১টি, বাদশা মিয়ার ১টি, ইসরাফিল মিয়ার ১টি এবং আহসান আলীর ১টি খড়ের গাদায় কে বা কারা অগ্নিসংযোগ করে।
নবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কমান্ডার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নি-সংযোগের ঘটনায় অনেক ক্ষতি হয়েছে।
বিডি প্রতিদিন/এএম