১২ জানুয়ারি, ২০২৩ ১৬:০৬

শিক্ষার্থীদের বিশেষ উপহার দিচ্ছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী

কালিয়াকৈর প্রতিনিধি

শিক্ষার্থীদের বিশেষ উপহার দিচ্ছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী
প্রতি বছরের মতো পহেলা জানুয়ারি  প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেয়া হচ্ছে গাজীপুরের কালিয়াকৈরে।
 
এবার বইয়ের পাশাপাশি নিজ উদ্যোগে কালিয়াকৈরে প্রাথমিকের ক্ষুদে শিক্ষার্থীর হাতে বিনামূল্যে স্কুলব্যাগ তুলে দিচ্ছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক।
 
জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ১২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬ হাজার ৬০০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুলব্যাগ বিতরণ করছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। এর আগে গত ৪ জানুয়ারি দিনব্যাপী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আনুষ্ঠানিকভাবে স্কুলব্যাগ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। 
 
আজ মঙ্গলবার উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মন্ত্রীর ওই স্কুলব্যাগ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে প্রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের মাঝে সোয়া কোটি টাকা মূল্যের স্কুলব্যাগ বিতরণ করা হবে। বিনামূল্যে সরকারের বই ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্কুলব্যাগ পেয়ে আনন্দিত প্রাথমিকের ক্ষুদে শিক্ষার্থীরা। 
 
উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম বলেন, ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী স্যারের নিজস্ব উদ্যোগে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলব্যাগ বিতরণ করা হচ্ছে। ওই স্কুলব্যাগ পেয়ে আগ্রহী হয়ে উঠছে শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ। এ জন্য গত কয়েক দিনে বেসরকারি বিদ্যালয় থেকে প্রায় দেড় হাজারের বেশি শিক্ষার্থী সরকারি প্রাথমিকে চলে আসছে। শিক্ষার্থী বৃদ্ধি পাওয়ায় স্কুলব্যাগের সংখ্যা কম পড়েছে।’
 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেন, জিয়া ছাত্রছাত্রীদের হাতে তুলে দিয়েছিল অস্ত্র। আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রছাত্রীদের হাতে কাগজ-কলম-বই তুলে দিয়েছেন। এই ধারাবাহিকতায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে প্রায় সোয়া কোটি টাকা মূল্যে স্কুলব্যাগ কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে। বিনামূল্যের বই ও স্কুলব্যাগ পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা আরো আনন্দের সাথে লেখাপড়া করার উৎসাহ পাবে। 
 
 
বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর