গাজীপুরে সালনা নাসিরুদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা নাসরিনকে অব্যাহতি প্রদান করা হয়েছে। বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (ঢাকা) কলেজ পরিদর্শক প্রফেসর আবু তালেব মো: মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো এক চিঠিতে এ আদেশ প্রদান করা হয়।
কলেজ পরিচালনায় অদক্ষতা, অযোগ্যতা এবং গভর্নিং বডি গঠনে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তাকে বর্তমান পদ থেকে অব্যাহতি প্রদান করা হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়। এছাড়া এ পদে জ্যেষ্ঠতার ভিত্তিতে একজন শিক্ষককে দায়িত্ব প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এডহক কমিটি গঠন করে অনুমোদনের জন্য বোর্ডে প্রেরণের অনুরোধ করা হয়।
উল্লেখ্য, ওই শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে তার অপসারণের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এ ঘটনায় মঙ্গলবার শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটায়। এ প্রেক্ষিতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ ১০ জনের নামে পুলিশ সদর থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ অধ্যক্ষসহ ৫ জনকে গ্রেফতার করে আদালতে পাঠায়।বিডি প্রতিদিন/এএ