১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ২০:২২

জামায়াত-শিবিরের ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

জামায়াত-শিবিরের ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতারকৃত জামায়াত-শিবিরের ২৫ জন নামীয়সহ অজ্ঞাত ৪০-৫০ জন পলাতক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল হক বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় এ মামলা করেন। 

জানা গেছে, সরকার বিরোধী চলমান আন্দোলনকে বেগবান ও নাশকতার উদ্দেশ্যে বনভোজনের আড়ালে গোপন বৈঠক করার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার  বিকেলে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বেতবাড়িয়া এলাকায় জামায়াত-শিবিরের ২৫ নেতা-কর্মীকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। 

গ্রেফতারকৃতরা হচ্ছেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গাজিপুর গ্রামের জামায়াত সদস্য মো. সোহেল রানা, গোমস্তাপুর উপজেলার বড় বঙ্গেশ্বরপুরের জামায়াতের রোকন মো. ইয়াদুল হুদা, ভোলাহাট খড়কপুরের উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আনারুল হক, সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের কলিকাতা গ্রামের জেলা শিবিরের সদস্য মোঃ মাহমুদুল তুষার, সদর উপজেলার মহারাজপুুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুর রশিদ, শিবিরের পূর্ব শাখার সাবেক সভাপতি মহারাজপুর ভাগ্যবানপুরের মোঃ শামীম আহম্মেদ, সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জামায়াতের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোমস্তাপুর উপজেলার দুর্গাপুরের মোঃ সেতাউর রহমান, নাচোল পৌর জামায়াতের আমির নাচোল উপজেলার জোনাকিপাড়ার মোঃ ইসাহাক আলী (৬০), নাচোল মাদ্রাসাপাড়ার নাচোল উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মোঃ আব্দুল খলিল (৬৫), শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চাতরা গ্রামের শিবগঞ্জ উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মোঃ আব্দুল সালাম, বালিয়াডাঙ্গা ইউনিয়নের জামায়াতের দায়িত্বপ্রাপ্ত আমির মোঃ হাবিবুল্লাহ (৩৩),  সদর উপজেলার ইসলামপুরের তেররশিয়ার জেলা জামায়াতের সাবেক সদস্য মোঃ দুরুল হুদা (৪৮), জেলার শিবির কর্মী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলিনগর মহল্লার মোঃ মারুফ হোসেন (২৫), জেলা জামায়াতের সাবেক বায়তুল মাল সম্পাদক জয়নগর মীরপাড়ার মোঃ মনিরুল ইসলাম (৬৩), বোয়ালিয়া ইউনিয়নের শিবির কর্মী গোমস্তাপুর উপজেলার মাগুর শহরের মোঃ রবিউল ইসলাম (২৯), শ্যামপুর ইউনিয়নের জামায়াতের দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারি শিবগঞ্জ উপজেলার আজমতপুরের মোঃ আব্দুল সাদেক (৪৫), দাইপুকুরিয়া ইউনিয়নের জামায়াতের রোকন রানিবাড়ি চাঁদপুরের মোঃ আল আমিন (৩২), রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ঘনশ্যামপুর রাতাহারি গ্রামের মোঃ সাইফুল ইসলাম (৪২), কুড়িগ্রাম জেলার উমরপুরের মোঃ আবু মুসা (২৪), একই জেলার চিলামরির রানীগঞ্জ মোঃ সামছুল আলম (২০), পাবনা জেলার উত্তর কমরপুরের মোঃ আবু রায়হান (২৪), বাগেরহাট জেলার কচুয়া উপজেলার শিয়ালকাঠির মোঃ শামীম হাসান (২৩),  কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আরবী গ্রামের মোঃ রুবেল আলী ( ২৬), একই জেলার  রাধানগর মনহরদিয়ার মোঃ আরিফুল ইসলাম (২২) ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার বজড়াপুরের মোঃ জায়িদ হাসান জোহা (২৩)। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে আরো ৩ জন পলাতক আসামীর নাম বলে। তারা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচর আদর্শপাড়ার জেলা জামায়াতের আমির মোঃ আবুজার গিফারী (৫২), জামায়াতে ইসলামীর নেতা সাবেক এমপি পৌর এলাকার বালুবাগান মহল্লার মোঃ লতিফুর রহমান (৬৮) ও সুন্দরপুর বাগডাঙ্গার মোঃ মজিবুর রহমান (৫৫)। 

এসময় তাদের কাছ থেকে জিহাদি বই ও জামায়াতে ইসলামীর সাংগঠনিক ১০টি বই ও সংগঠনের কাজে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ মোবাইল জব্দ করা হয়। 

সদর মডেল থানার ওসি এ কে এম আলমগীর জাহান জানান, সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বেতবাড়িয়া এলাকার নবনির্মিত মাদ্রাসা মাঠে জামায়াত-শিবিরের ৮০/৯০ জন নেতাকর্মী গোপন বৈঠক করার সময় শনিবার বিকেলে থানা পুলিশ ও ডিবির সহায়তায় অভিযান চালানো হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর