২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ২১:০০

বগুড়া মুজিবুর রহমান মহিলা কলেজে পুনর্মিলনীতে প্রাণের উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া মুজিবুর রহমান মহিলা কলেজে পুনর্মিলনীতে প্রাণের উচ্ছ্বাস

কেউ এসেছেন চল্লিশ বছর পর। আবার কেউ ত্রিশ বছর, কেউ কেউ বিশ বছর পর। কিন্তু তাদের উচ্ছ্বাস দেখে মনে হবে তারা এখনও বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের শিক্ষার্থী। নেচে গেয়ে ফিরে গিয়েছিলেন সেই কলেজ জীবনে। 

কলেজের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে প্রাক্তন শিক্ষার্থীরা পুনর্মিলনীর আয়োজন করে। হারিয়ে যাওয়া দিন সুবর্ণ সুদিন স্মৃতি রোমন্থনে থাক অমলিন এ স্লোগানে নবীন-প্রবীণ সবাই যেন উচ্ছ্বাসে মেতেছিলেন ক্যাম্পাস প্রাঙ্গণে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় কলেজের মূল ফটক থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায়  বিপুল উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রাটি কালিতলা মোড় ঘুরে ফের কলেজে এসে সমাপ্ত হয়।

পরে সকাল ১০টার দিকে কলেজ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। 

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর হাবিবা বেগম, প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ও বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, প্রাক্তন শিক্ষার্থী ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরফিন আরা বেগম, ভান্ডারী সিটি লিমিটেডের চেয়ারম্যান তৌফিকুর রহমান বাপ্পী ভান্ডারী, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. বেল্লাল হোসেন এবং কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক গোলজার হোসেন। 

কলেজের ১৯৬৭ ব্যাচের শিক্ষার্থী তহমিনা হায়দার জানান, প্রাণের মেলায় এসে প্রাণ ফিরে পেয়েছি। এটা ফুলের বাগান। এখানে আজ অনেক ফুল ফুটেছে। সবাইকে দেখে মন ভরে উঠেছে।

নিউইয়র্ক থেকে পুনর্মিলনীতে এসেছেন ১৯৬৬ ব্যাচের শিক্ষার্থী মনোয়ারা হায়াত। তিনি বলেন, 'এত লোকজন এবং বড় আয়োজন আমাদের কলেজে আগে কখনও দেখিনি কত বছর পরে এই কলেজে এসে কি দারুণ অনুভূতি হচ্ছে তা ভাষায় প্রকাশ করা যাবে না।'

বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান বলেন, 'আমাদের কলেজের ৬০ পূর্তি উপলক্ষ্যে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ১৯৬৪ সাল থেকে শুরু করে ২০২৩ সালের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। দিনব্যাপী এ আয়োজন সফল করতে কোন ধরণের ভুল রাখিনি। আশা করছি আমাদের এই মিলনমেলা সফল হবে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর