নিত্যপণ্য, বিদ্যুৎ ও গ্যাসের দাম নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন করেছে রাঙামাটি বিপ্লবী ওয়ার্কার্স পাটির নেতাকর্মীরা।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংগঠনটির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওয়ার্কার্স পাটির নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে এতে অংশ নেন।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে এতে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা নির্মল বড়ুয়া মিলন উপস্থিত ছিলেন।মানববন্ধনে বক্তরা বলেন, দেশে দিন দিন খাদ্যপণ্য ও গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি পাওয়ায় পার্বত্যাঞ্চলে দুর্ভিক্ষ নেমে এসছে। অচল হয়ে পড়েছে মানুষের জীবনমান। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে না পেরে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে আওয়ামী লীগ সরকার। ক্ষুধার্ত মানুষ সরকারের এ অন্যায় আর মেনে নেবে না।
অবিলম্বে দ্রুত নিত্যপণ্য, বিদ্যুৎ ও গ্যাসের দাম নিয়ন্ত্রণে আনা না হলে মানুষ সরকারবিরোধী আন্দোলন ঘোষণা করবে বলে হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা।
বিডি প্রতিদিন/কালাম