জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এবং নির্বাচনোত্তর ও নির্বাচন পরবর্তী সাম্প্রদায়িক হামলার দ্রুত বিচারের দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট দিনাজপুর জেলা কমিটি। দাবি মেনে না নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি প্রদান করে বক্তারা।
শনিবার সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট দিনাজপুর জেলা কমিটি ও অঙ্গসংঠনসমূহের আয়োজনে বীরগঞ্জ পৌর শহরের বিজয় চত্বরে এ মানববন্ধন করা হয়।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা যুব মহাজোটের সভাপতি দিলিপ কুমার সরকার, জাতীয় হিন্দু ছাত্র মহাজোট দিনাজপুর জেলা কমিটির সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারন সম্পাদক পল্লব কুমার দেব, দপ্তর সম্পাদক সঞ্জয় রায় প্রমুখ। মানববন্ধনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, হিন্দু ছাত্র মহাজোট, হিন্দু যুব মহাজোটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।বিডি প্রতিদিন/এএ