মাদারীপুরে বিভিন্ন কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন করা হয়েছে। সকালে পুরান বাজার আওয়ামী লীগ অফিসে জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লার সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়।
এরপর জেলা পরিষদের হল রুমে মিলাদ মাহফিল, কেক কাটা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, মাদারীপুর পৌর সভার মেয়র খালিদ হোসেন ইয়াদসহ অন্যরা।
বিডি প্রতিদিন/এএম