দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে পবিত্র ঈদ-উল আজহার নামাজের সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। আবারও লাখো লাখো মুসল্লির পদভারে মুখরিত হবে। নেয়া হয়েছে কয়েক স্তরের কড়া নিরাপত্তা ব্যবস্থা।
আগামী বৃহস্পতিবার ঈদের দিন সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। দেশের সর্ববৃহৎ ঈদুল আজহার জামাতে অংশগ্রহণের জন্য দিনাজপুরের বিভিন্ন উপজেলা ও বাইরের জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের সুবিধার্থে প্রথমবারের মত দুটি বিশেষ ট্রেন চলাচল করবে। ঈদুল আজহার নামাজে ইমামতি করেন ইমাম মাওলানা সামশুল হক কাশেমী।
ইতোমধ্যে হুইপ ইকবালুর রহিম জানিয়েছেন, বাইরের জেলা থেকে মুসল্লিরা যেন জামাতে নামাজ আদায় করতে পারেন এজন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ঈদ উল আজহার দিনে ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য পঞ্চগড় থেকে দিনাজপুর এবং পার্বতীপুর থেকে দিনাজপুর বিশেষ ট্রেন চলাচল করবে।রেল সূত্র জানায়, পার্শবর্তী এলাকার মুসল্লীদের ঈদের নামাজ আদায়ের সুবিধার্তে ঈদ উল আজহা উপলক্ষে দুটি স্পেশাল ট্রের চলাচল করবে। প্রথমবারের মত ট্রেন দুটি ঠাকুরগাও-দিনাজপুর-ঠাকুরগাও এবং পার্বতীপুর-দিনাজপুর-পার্বতীপুর রুটে চলাচল করবে। ঈদের দিন গোর-এ শহীদ ঈদগাহ স্পেশাল-১ ট্রেনটি ঠাকুরগাও স্টেশন থেকে সকাল ৫টায় ছেড়ে এসে দিনাজপুরে পৌছাবে সকাল সোয়া ৭টায় এবং নামাজ শেষে একই রুটে দিনাজপুর স্টেশন থেকে সাড়ে ৯টায় ফিরে যাবে।
এই রুটে শিবগঞ্জ, পীরগঞ্জ, সেতাবগঞ্জ, মঙ্গলপুর ও কাঞ্চন জং স্টেশনে যাত্রা বিরতি থাকবে। অপরদিকে গোর-এ শহীদ ঈদগাহ স্পেশাল-২ ট্রেনটি পার্বতীপুর থেকে সকাল ৬টায় ছেড়ে এসে দিনাজপুরে পৌঁছবে সকাল পৌনে সাতটায় এবং একই রুটে নামাজ শেষে দিনাজপুর স্টেশন থেকে সোয়া ৯টায় ফিরে যাবে।এই রুটে মন্মথপুর, চিরিরবন্দর ও কাউগাঁও স্টেশনে যাত্রা বিরতি থাকবে।
বিডি প্রতিদিন/হিমেল