৩০ জুন, ২০২৩ ২০:৫৭

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি:

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস ও থ্রি হুইলারের সংঘর্ষে উজ্জল হোসেন (৪০) নামে এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় থ্রী-হুইলারের চালকসহ আরো দুই জন আহত হয়েছেন। নিহত আম ব্যবসায়ী শৈলকূপা উপজেলার কবীরপুর গ্রামের মমরেজ শেখের ছেলে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।  

জানা গেছে, আম নিয়ে থ্রীহুইলারে করে ঝিনাইদহের দিকে আসছিল তারা। সে সময় যশোরগামী যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আম ব্যবসায়ী উজ্জল ঘটনাস্থলেই মারা যান। আহত হয় সাথে থাকা সহকর্মী একই উপজেলার ঝাওদিয়া গ্রামের মিজানুর রহমান ও থ্রীহুইলার চালক।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় মিজানুরকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করে। সেখানে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর