১৮ সেপ্টেম্বর, ২০২৩ ২০:৫২

ডিম-আলু-পিয়াজের দাম যাচাইয়ে কালিয়াকৈর বাজারে অভিযান, জরিমানা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

ডিম-আলু-পিয়াজের দাম যাচাইয়ে কালিয়াকৈর বাজারে অভিযান, জরিমানা

গাজীপুরের কালিয়াকৈর বাজারে সরকারের বেধে দেওয়া দামে বিক্রি হচ্ছে না তিন নিত্যপণ্য ডিম, আলু ও পিয়াজ। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসলে সোমবার সন্ধ্যায় কালিয়াকৈর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এর নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাফি ইবনে সাজ্জাদ। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার কালিয়াকৈর খুচরা বাজারে এক কেজি আলু বিক্রি হচ্ছে ৫০ টাকায়। পিয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকায় এবং ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকা হালি। অথচ প্রতি পিস ডিম ১২ টাকা, প্রতি কেজি আলু ৩৫ থেকে ৩৬ টাকা এবং পিয়াজ ৬৪ থেকে ৬৫ টাকা বিক্রির দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। সরকারি এ আদেশ না মেনে বেশি দামে বিক্রি ও মূল্য তালিকা না থাকায় কালিয়াকৈর আলাল স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতে খবর পেয়ে অন্যান্য ব্যবসায়ীরা দোকান বন্ধ করে চলে যায়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও থানা পুলিশ।

ভ্রাম্যমান আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর