দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ভিত্তিতে সিরাজগঞ্জের বিএনপির ৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে। রবিবার বিকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, এনায়েতপুর থানা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম মাস্টার, চৌহালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি বাবুল সরকার ও সদস্য ইউনুস শিকদার।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা বিএনপি ৪ জন নেতাকে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করেছিল। তবে আব্দুর রাজ্জাক মন্ডলকে বহিষ্কারের সুপারিশ জেলা বিএনপি করেনি। হয়তো উপজেলা বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। তার প্রেক্ষিতেই বহিষ্কার করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত