আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টানা তিন মেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দেশের মানুষকে অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ড উপহার দিয়েছেন, উন্নয়নশীল দেশের কাতার থেকে তুলে এনে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। অথচ বিগত সময়ে যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে তারা দেশের মানুষকে উন্নয়ন কর্মকাণ্ড উপহার তো দূরের কথা, দুর্নীতির মাধ্যমে দেশকে পিছিয়ে দিয়েছে। আর সেই দুর্নীতিবাজ-আগুন সন্ত্রাসীরা এখন দেশের সুষ্ঠু নির্বাচনি পরিবেশকে অস্থিতিশীল করতে ভোট বর্জনের নামে তামাশা করছে। চোখে কাঠের চশমা লাগিয়ে রাখায় এই আগুন সন্ত্রাসীরা দেখতে পাচ্ছে না যে, দেশের মানুষ নির্বাচনি উৎসবে মেতে রয়েছে, তাদের মিথ্যাচার ভোটাররা এখন বিশ্বাস করে না।
রবিবার জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে মির্জা আজম এসব কথা বলেন।
দুরমুঠ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বারুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, হাজী দিদার পাশা, পৌর মেয়র শফিক জাহেদী রবিন, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. জিন্নাহ প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত