আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া ৩ আসনের নৌকার প্রার্থী মাহবুবউল আলম হানিফ কুষ্টিয়া সদরের পাটিকাবাড়ী ইউনিয়নে দিনভর নির্বাচনি প্রচারণা চালিয়েছেন।
এ সময় তিনি সঙ্গে গণসংযোগ করেন। এছাড়া বিভিন্ন পথসভা ও নির্বাচনি সভায় বক্তব্য দেন। তিনি বলেন, বিদেশি কোনো শক্তি বাংলাদেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারবে না। বিএনপির সহিংসতাও নির্বাচন ঠেকাতে পারবে না। জনগণ ভোটের মাধ্যমে প্রমাণ করে দেবে তারা আওয়ামী লীগের পক্ষে, শান্তির পক্ষে।
এদিকে জাসদ সভাপতি কুষ্টিয়া-২ আসনের নৌকার প্রার্থী হাসানুল হক ইনু গণসংযোগ করেছেন মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নে। তিনি হালসা হাই স্কুল মাঠে পথসভা করেন ও এলাকায় লিফলেট বিতরণ করেন।
ইনু বলেন, নির্বাচনে জয়লাভ করে আবারো শেখ হাসিনা সরকার গঠন করবে। ওই সরকারও জঙ্গি-সন্ত্রাস দমনে ভূমিকা রাখবে।
বিডি প্রতিদিন/হিমেল