প্রথম ধাপে ঘোষিত উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজারের তিন উপজেলা; সদর, মহেশখালী ও কুতুবদিয়ায় ভোটগ্রহণ বুধবার (০৮ মে) প্রায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে কক্সবাজার সদরে নুরুল আবছার (মোটরসাইকেল), মহেশখালীতে মোহাম্মদ জয়নাল আবেদীন (দোয়াত কলম) ও কুতুবদিয়ায় ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাসেম (ঘোড়া) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সদর উপজেলা নির্বাচন-
সদর উপজেলায় ৩৪ হাজার ৯৭৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নিবার্চিত হয়েছেন বীর মুক্তিযুদ্ধা নুরুল আবছার। তিনি কক্সবাজার পৌরসভার টানা ৪ বারের নিবার্চিত চেয়ারম্যান ছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মুজিবুর রহমান পেয়েছেন ২৬০৫৫ভোট। একই সাথে কক্সবাজার সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিবার্চিত হয়েছেন অধ্যাপিকা রোমানা আক্তার।
কুতুবদিয়া উপজেলা নির্বাচন-
কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যারিস্টার হানিফ বিন কাশেম ঘোড়া মার্কায় ২৭ হাজার ৩৯৪ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়লাভ করেন। বিভিন্ন কেন্দ্র সূত্র থেকে প্রাপ্ত তথ্য মতে- বুধবার প্রথম ধাপের নির্বাচনে তিনি তার চাচা জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীকে (মোটরসাইকেল) পরাজিত করে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হন।
অপর দিকে ভাইস চেয়ারম্যান পদে আকবর খাঁন উড়োজাহাজ প্রতীকে ২০ হাজার ১৮৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচত হন। তার নিকটতম প্রার্থী জুনাইদুল হক চশমা প্রতীকে পান ১৩ হাজার ৩১৬ ভোট। এছাড়া বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার বিউটি ২১ হাজার ৪৭২ ভোট পেয়ে বেসরকারি ভাবে পুনরায় নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ছৈয়দা মেহেরুন্নেছা। তার প্রাপ্ত ভোট ১৫ হাজার ৪৩৫ ভোট।
উপজেলা নির্বাচন অফিসার মো. নুরুল ইসলাম বলেন, দীর্ঘদিন পর বৃষ্টিকে উপেক্ষা করে নারীপুরুষ ভোট দিতে আসেন। কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই কুতুবদিয়ায় নির্বাচন সম্পন্ন হয়েছে।
মহেশখালী উপজেলা নিবার্চন-
মহেশখালী উপজেলা পরিষদ নিবার্চনে ৩৮ হাজার ১২৯ ভোটে চেয়ারম্যান নিবার্চিত হয়েছেন জয়নাল আবেদীন (দোয়াত কলম)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ হাবিবুল্লাহ (টুপি) প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৮৫৯ ভোট। একই পদে গোলাম কুদ্দুস (মোটরসাইকেল) মার্কায় ৯০৭০ ভোট পেয়েছেন, আবদুল্লাহ আল নিশান (চিংড়ি মাছ) মার্কায় ১৬৭৭ ভোট পেয়েছেন, মোহাম্মদ শরীফ বাদশা আনারস মার্কায় ৭২৬ ভোট পেয়েছেন। একই উপজেলায় ভাইস চেয়ারম্যান নিবার্চিত হয়েছেন আবু ছালেহ এবং মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম।
এদিকে নিবার্চন নিয়ে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়া রিটানিং অফিসার মো. নাজিম উদ্দিন বলেন, একটি সুষ্ঠু সুন্দর নিবার্চন উপহার দিতে পেরেছি এটাই সব চেয়ে বড় কথা। সবাই খুব সুন্দর সহযোগিতা করেছে। কোথাও কোনও বড় ধরনের দূর্ঘটনা হয়নি। কোথাও কেন্দ্র বন্ধ করার মত পরিস্থিতি তৈরি হয়নি। মানুষ নিরাপদে সুন্দরভাবে ভোট দিয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ